শহীদ ফরেস্টার সাজ্জাদুজ্জামান সজল ও ইউসুফের কবর জিয়ারত করলো বিএফএ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১৯:১১:১৯

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বন বিভাগের সাহসী দুই বীর শহীদ ফরেস্টার মোঃ সাজ্জাদুজ্জামান সজল এবং মোঃ ইউসুফ এর কবর জিয়ারত করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫.৩০ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার ভবেরচরে শহীদ ফরেস্টার মোঃ সাজ্জাদুজ্জামান সজলের কবর জিয়ারত করেন কমিটির নেতৃবৃন্দ। আজ শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় কক্সবাজার জেলার সমুদ্রবেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় শহীদ ফরেস্টার মোঃ ইউসুফের কবর জিয়ারত করেন তাঁরা। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিএফএ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ তাঁদের জীবনের করুণ চিত্র প্রত্যক্ষ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে স্বামী ও পিতা হারিয়ে এই পরিবারগুলো আজ নিঃস্ব। সন্তানদের পড়াশোনা, সংসার চালানো এবং ভবিষ্যতের অনিশ্চয়তা তাঁদের চোখেমুখে ফুটে ওঠে।

বিএফএ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন “শহীদ ফরেস্টাররা রক্ত দিয়ে প্রমাণ করেছেন বনভূমি ও দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় ফরেস্টাররা জীবন দিতে প্রস্তুত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাঁদের হত্যার ন্যায়বিচার আজও হয়নি। হত্যাকারীরা শাস্তি থেকে রেহাই পাচ্ছে—এটি ফরেস্টার সমাজের জন্য গভীর বেদনার।”

নেতৃবৃন্দ আরও বলেন “আমরা সরকারের কাছে দাবি জানাই, শহীদ ফরেস্টারদের হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁদের পরিবারের আর্থিক পুনর্বাসন, নিরাপত্তা ও সন্তানদের শিক্ষার নিশ্চয়তা দিতে হবে।” বিএফএ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অঙ্গীকার করেছে যে, শহীদ ফরেস্টারদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। শহীদ পরিবারগুলোর পাশে থেকে ন্যায়বিচারের জন্য লড়াই অব্যাহত রাখবে বিএফএ।